আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মাওলানা মিসবাহ উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ১৬ জুলাই ২০২৩ ১০:৩৪:০০ অপরাহ্ন | জাতীয়

 চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন এর বিরুদ্ধে ফেইসবুকে ও ইলেকট্রনিকস ডিভাইস এর মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা, মানহানিকর, কুৎসারটনা ও সমাজ জীবনে বিশৃংখলা সৃষ্টির চেষ্টার অভিযোগে এই আইনজীবী বাদী হয়ে মাওলানা মেজবাহ উদ্দিন সহ পাঁচ জনের বিরুদ্ধে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে, বিভাগীয় সাইবার ট্রাইবুনাল চট্টগ্রাম উক্ত মামলা আমলে নিয়ে কাউন্টার টেররিজম , চট্টগ্রাম কে তদন্তের নির্দেশ প্রদান করেন বলে জানা যায়। 

সাইবার ট্রাইবুনাল মামলা নং-৩৩৬/২০২৩ ইং সূত্রে জানা যায় বিগত ২০ জুন ২০২৩ ইং তারিখে এ মামলা দায়ের হয় । মামলায় অন্যান্য আসামীরা হলেন আনোয়ার হোসেন, আব্দুর রহিম, দেবাশীষ মজুমদার, ও ধ্রুবতারা নামক ফেসবুক আইডি। মামলা সূত্রে জানা যায় আসামীগণ সাইবার অপরাধী, সুযোগ সন্ধানী ও কুরুচিপূর্ণ মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি বটে এবং মানুষের সরলতার সুযোগ নিয়া বিভিন্ন প্রকার অপরাধের সহিত সম্পৃক্ত থাকিয়া প্রতারণা, বিশ্বাস ভঙ্গসহ মানহানিকর বক্তব্য লিপি করিয়া সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা ধরণের অপরাধ সংঘটন করিয়া আসিতেছে এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অপপ্রচার করিয়া সাইবার অপরাধ করিয়া আসিতেছে। আসামীগণ বিভিন্ন মিথ্যা অপপ্রচার করিয়া বাদীকে হেয় প্রতিপন্ন করিয়া আসিতেছেন। সূত্রোক্ত মামলার বাদীর মায়ের পৈত্রিক সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত যাবতীয় সম্পত্তি বাদী মায়ের চাচাতো ভাই আবু তাহের গংদের হাতে দীর্ঘদিন ধরে জোর পূর্বক অবৈধ দখলাধীন থাকায় বিগত ২৭/০১/২০২৩ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় গ্রামের বাড়ীতে একটি সালিশী বৈঠক বা সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত সালিশকারক গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশী বৈঠকের প্রস্তাবনা ও সিদ্ধান্তকে অমান্য ও অগ্রাহ্য করিয়া উদ্ধ্যত পরায়নতার সহিত চলিয়া গেলে এবং বাদীর মায়ের কোন সম্পত্তি ফেরত দিবে না মর্মে হাকাবকা করিলে বাদী তাহার ফেসবুক আইডি হতে কারো নাম উল্লেখ না করে উভয়ের সুমতি কামনা করিয়া স্টাটাস প্রদান করিলে নিম্নোক্ত আসামীগণ আপত্তিকর, মানহানিকর বক্তব্য প্রদান করিয়া সামাজিক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে। সুত্রোক্ত মামলার ১নং আসামী উত্তরাধিকার সম্পত্তির অস্বীকারকারী বাদীর মায়ের চাচাতো ভাই আবু তাহের সাহেবের শ্যালক। ২নং আসামী বাদীর মায়ের চাচাতো ভাই। ৩নং আসামী বাদীর মায়ের চাচাতো ভাইয়ের ছেলে। অন্যান্য আসামীগণ না পরিচয়হীন অজ্ঞাত।

 

মামলা ৩ নং আসামী মিসবাহ উদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কুরআনিক সায়েন্স বিভাগে জুনিয়র প্রভাষক হিসাবে সদ্য নিয়োগ পান। মিসবাহ উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ঘোনাপাড়া এলাকার আবু তাহেরের পুত্র বলে জানা যায়। তিনি নিজেকে স্থানীয় আবু রেজা নদভীর‌ কাছের লোক দাবী করে এলাকায় জনমনে অবৈধ ক্ষমতা প্রদর্শনকরে অবৈধভাবে জায়গা-জমি জবর দখলের অভিযোগ আছে বলে জানা যায়। ইতিপূর্বে উক্ত মিসবাহ উদ্দিন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকারও জনশ্রুতি রয়েছে।