আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সহযোগিতায় সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ সুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম:) ছদারতে ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম দেওয়ানহাটস্থ ভান্ডার মার্কেটের তৃতীয় তলায় আগামী ২০ রবিউল আউয়াল(৬ অক্টোবর)মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দীয় পরিষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল,আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারীর নায়েব মোন্তাজেম শাহাজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ মেহমান হিসবে বক্তব্য রাখেন আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী, নায়েব মোন্তাজেম শাহজাদা ডা: সৈয়দ হোসইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। এস এম আনোয়ার হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী, সহকারী সচিব শফিউল আজম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ, সুফি মাসুদ আকবর, আলহাজ্ব আব্দুল লতিফ চৌধুরী, ডাক্তার গাজী আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক সওদাগর , মাইনুল ইসলাম মিন্টু, মাওলানা বশির আহমদ, জেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ মইনুল হোসেন সাগর, সাহিল উদ্দিন, মোঃ মনসুর, ইমরান হোসেন ইমন, ইকবালসহ জেলা, উপজেলা, আঞ্চলিক শাখা ও দায়রার অসংখ্য খাদেমান মোত্তাবেয়ীনবৃন্দ।
শেষে মিলাদ, কিয়াম,তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ এবং আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।