আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার শপথ গ্রহণ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৭ অগাস্ট ২০২৩ ১১:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার শপথ গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট(শনিবার) সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে টিটু চৌধুরীর সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় নতুন গঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান বিশ্ব অলি শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র সাবেক খাদেম ও উন্মুল আশেকীন মা মনোয়ারা বেগম এতিমখানার হেড মৌলানা হাফেজ কালাম। বক্তারা বলেন, মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সূর্যগিরি আশ্রম কমিটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এর ফলে এলাকার মানুষের নিকট মাইজভাণ্ডারীর আদর্শ তথা মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর মানবতার মিশন বেশি করে প্রচার হচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা বাবু তরুণ কুমার আচার্য, সূর্যগিরি আশ্রমের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক রুবেল শীল, সুবর্ণা বড়ুয়া, কৃপাঞ্জন আচার্য বর্মণ, সমীর কান্তি দাশ, সোমা গুহ, মো: আজম, ধীমান দাশ, মৌসুমী চৌধুরী, সোমা চৌধুরী, শিপ্রা বসু মল্লিক, নির্বাহী সদস্য ডা. বরুণ কুমার আচার্য বলাই, অর্চনা রানি আচার্য, মানিক বড়ুয়া, উজলা বড়ুয়া, তূর্ণা আচার্য, ঝুমুর সর্দার, শিবু ভট্টাচার্য, সুপলব দত্ত, কৃষ্ণ বৈদ্য, অনুপম তালুকদার, বিশু চৌধুরী, মৃদুল দে, রুনা দাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিয়া শর্মা ও অদিতি দাশ। অনুষ্ঠান শেষে টুন্টু বড়ুয়া পাঠাগার ও লীলাবতী আচার্য দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়।