আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মহেশখালীতে রাত দশটার আগে চলবেনা ডাম্পার গাড়ি

মোঃ আকিব বিন জাকের, মহেশখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ০৬:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সড়ক দূর্ঘটনা রোধে মহেশখালীতে ডাম্পার গাড়ি চলাচলের সময়সীমা বেঁধে দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) হতে রাত ১০ টার পর থেকেই চলতে পারবে এসব গাড়ি। নির্দিষ্ট সময়ের আগে চলতে দেখা গেলে জনগনই গাড়ি আটক করতে পারবেন। 

 

সম্প্রতি মহেশখালীর পানিরছড়া ও আজ বড় মহেশখালীতে পরপর ডাম্পার চাপায় ২ শিশু নিহতের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

 

এবং এখন থেকে নিয়মিত সকল গাড়ির ড্রাইভার লাইসেন্সও তল্লাশি করবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন। সাথে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে পুলিশ বক্স স্থাপনের প্রতিশ্রুতিও ব‍্যক্ত করেছেন তিনি। 

 

উল্লেখ্য আজ সকালে বড় মহেশখালীর মিয়াজির পাড়ায় সপনের মালিকানাধিন একটি ডাম্পার গাড়ির চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা গাড়ি আটক করে সড়ক অবরোধ করলে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন সহকারি পুলিশ সুপার, ইউএসও ও ওসি সহ প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্থানীয় নেতৃবৃন্দরা।