মহেশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ই ডিসেম্বর দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে মহেশখালী মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী শারমিন আক্তার বিউটির পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, সমাজসেবা অফিসার মো. দিদার আলম, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, মাস্টার আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনছার উল্লাহ, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার আহমেদ।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।