মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ই ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ।
উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মাষ্টার শামীম ইকবাল, উপজেলা সমাজ সেবা অফিসার মো. দিদার আলম, কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, মাষ্টার গিয়াস উদ্দিন, সাংবাদিক সরওয়ার কামাল। এছাড়াও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।