আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া জমজম হাসপাতালে সেবা মাসের উদ্বোধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০৫:৩২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের অন্যতম বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সেবা মাস হিসেবে উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালের সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ সেবা মাস হিসেবে উদ্বোধন উপলক্ষে বিজয় দিবসের দিনে হাসপাতাল মিলনায়তনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার নূর হোসেন, পরিচালক (অর্থ) এহেছানুল আনোয়ার, হাসপাতালের (ম্যানেজার) রফিক ছিদ্দিকী, পরিচালক (প্রশাসন) মৌলনা আবদুল করিম, হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ও সিনিয়র কনসালটেন্ট ডা: মো.ফয়জুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা: নাসিমা আক্তার, হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা: মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: জাহিদুল ইসলাম খান,ডা: নাজমুল আলম প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় আগত সেবাপ্রার্থী, রোগী, নার্স, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: গোলাম কবির জানান, সু-দীর্ঘ ২৭ বছর ধরে সুনামের সহিত এই জনপদের মানুষকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটি। গ্রামের সাধারণ মানুষ তাৎক্ষনিক ভাবে যেন কাঙ্খিত সেবা পেতে পারেন তাতে বদ্ধপরিকর। তাই মহান বিজয় দিবসের দিনে সেবা মাস উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ সকল চিকিৎসা সেবায় ৪০℅পর্যন্ত বিশাল ছাড় হিসেবে ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু করেছে। হাসপাতাল নিয়ে নীতিবাচক দিক পরিহার করে ইতিবাচক সকল কার্যক্রমে সবশ্রেণী পেশার মানুষকে সহযোগিতা চেয়েছেন তিনি। এছাড়াও হাসপাতালটি সাময়িক ভাবে বন্ধ থাকায় বিভিন্ন দুর-দুরান্ত থেকে আগত অসহায় রোগীদের হাসপাতালে চিকিৎসা সেবা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরে আলোচনা সভাশেষে মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে বিশেষ সেবা মাস হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।##