আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
চট্টগ্রাম-১৩ আসন

মঙ্গলবার থেকে প্রচারণায় নামছেন নৌকার প্রার্থী জাবেদ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মঙ্গলবার থেকে দলের নেতা কর্মীদের নিয়ে প্রচার প্রচারণায় মাঠে নামছেন। মঙ্গলবার বিকেল তিনটায় শিকলবাহা এজে চৌধুরী কলেজ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বিষয়টি নিশ্চিত ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম।

তিনি বলেন, বিকাল তিনটায় কর্ণফুলী উপজেলার শিকলবাহায় নির্বাচনী প্রচারণা শুরু করে বিকাল ৫ টায় আনোয়ারার বন্দর কমিউনিটি সেন্টার ও সন্ধ্যা ৬ টায় কালা বিবির দিঘির মোড়ে নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করবেন মন্ত্রী মহোদয়।