আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ভোজ্য তেল আমদানি করতে না হলে প্রতি বছর একটা করে পদ্মা সেতু তৈরি করা সম্ভব - কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২১ অগাস্ট ২০২২ ০৪:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ভোজ্য তেল আমদানি করতে না হলে প্রতি বছর একটা করে পদ্মা সেতু তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজীর আলম। ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন কৃষি কার্যক্রম, মাঠ পরিদর্শন, কৃষি যোগাযোগ করতে এসে এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে সরিষার তেলে প্রচুর ঘাটতি রয়েছে। প্রতিবছর ২০ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয়। সরিষা উৎপাদনে ফটিকছড়ি একটি আদর্শ অঞ্চল। সরিষা উৎপাদনে যদি ফটিকছড়ির কৃষকরা এগিয়ে আসে দেশের ভোজ্যতেলের ঘাটতি কমাতে অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় এলাকা। এখানে যা রোপণ করা হয় তাই ভালো ফসল দেয। আমরা দেখছি উঁচু জায়গা গুলোতে চাষাবাদ করে কৃষকরা ভালো লাভবান হচ্ছে। অদূর ভবিষ্যতে দেশে মালটার ব্যাপক ভাবে চাষাবাদ হবে, আর মাল্টা চাষাবাদ হলে ভিটামিনের ঘাটতি পূরণ হবে। আমরা ক্ষুদ্র চাষীদের মাধ্যমে মাল্টা বাগান তৈরী করার চেষ্টা করছি এবং তাদের থেকে দেখে আরো চাষিরা উদ্বুদ্ধ হয়ে চাষ করছে।

 ২০ আগস্ট (রবিবার) বিকালে উপজেলার দাঁতমারা ইউপির নুরুল আলম এর ১২০ শতক কৃষি জমিতে গড়ে তোলা বলসুন্দরী কুল বাগান, ফাতেমা বেগম এর মাল্টা বাগান, নিউ দাঁতমারা মিশ্র বাগান পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোফাজ্জল করিম, উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান, SACP প্রকল্পের প্রকল্প পরিচালক এমদাদ, এডিডি কাউসার সরোয়ার, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামান ও বিভিন্ন ব্লক এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।