আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ভূজপুর গার্লস্ স্কুল এন্ড কলেজে সাজেদা আনোয়ারা ফাইন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৮:০৯:০০ অপরাহ্ন | শিক্ষা

ফটিকছড়ির ভূজপুর গার্লস্ স্কুল এন্ড কলেজে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করেছে সাজেদা-আনোয়ার ফাউন্ডেশন।

২০ জুন (বৃহস্পতিবার) সকালে স্কুল মিলনায়তনে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

বিদ্যালয়ের পরিচালক সজল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন ভূজপুর ইউপি'র চেয়ারম্যান মোঃ ইব্রাহিম তালুকদার। বিদ্যালয়ের উদ্যোক্তা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিচালক শ্রী রনজিৎ বড়ুয়া,ভূজপুর খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক বখতিয়ার তালুকদার, 

এসআইবিএল ভূজপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজগর বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার পারভেজ, বাবু শুভ বড়ুয়া  সহিদা খানম, বিটু শীল, সানজিদা মেহেরীন, জাবেদুল ইসলাম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে অধ্যয়নরত ১২জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী আমির হোসেনকে ৩ হাজার টাকার চেক প্রদান করে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন।