আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১
কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২

ভুয়া তথ্য দিয়ে জামিন, আসামির বিরুদ্ধে মামলার নির্দেশ

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৭:৩২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

জালিয়াতির মাধ্যমে ব্যাংক রশিদ সৃজন করে টাকা জমা দেখিয়ে আদালত থেকে জামিন নেওয়ায় আব্দুর রহিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) একই আদালতের বেঞ্চ সহকারী মকছুদ আহমদকে কক্সবাজার সদর আমলী আদালতে দন্ডবিধি, ১৮৬০ খ্রি. এর ১৯৩, ১৯৬, ৪৬৮, ৪৭১ ধারার অপরাধে স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করার জন্য নির্দেশ প্রদান করেছেন বিচারক। আসামি আব্দুর রহিম উখিয়ার ইনানী চোয়াংখালীর বুজরুছ মিয়ার ছেলে। আদালত সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২০ জানুয়ারি আব্দুর রহিমের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৬, ৪২০, ৫০৬ ধারায় মামলা করেন জালিয়াপালং ইনানী এলাকার ছৈয়দুর রহমানের ছেলে জাকির হোসাইন সিকদার নামক ব্যক্তি। যার মামলা নং-এসিআর-২৬/২০২২। মামলার তদন্ত প্রতিবেদনের আলোকে আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন বিচারক। পরে ৫ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন নেন আসামি। জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি আব্দুর রহিম ২০১৯ সালের ৩ মে বাদির ব্যাংক হিসেবে ব্যাংকের রশিদমূলে ২ লক্ষ টাকা জমা করেছেন। পরে বাদি ও ব্যাংক কর্তৃপক্ষ আদালতকে জানায়, উল্লেখিত রশিদমূলে কোন টাকা জমা হয়নি। টাকা জমা দেখানোর দিন শুক্রবার ছিল। জালিয়াতি করে জামিন নেন আসামি। এসব বিবেচনায় জামিন বাতিলের আবেদন দেন বাদি জাকির হোসাইন সিকদার। আসামি আব্দুর রহিম আদালতে ভুয়া তথ্য দিয়ে জামিন নেওয়ায় তার জামিন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দন্ডবিধি, ১৮৬০ খ্রি. এর ১৯৩, ১৯৬, ৪৬৮, ৪৭১ ধারার অপরাধে তার বিরুদ্ধে মামলার নির্দেশ প্রদান করেছেন বিচারক।