চট্টগ্রামের বোয়ালখালীতে অপরিকল্পিতভাবে জনসমাগমস্থলে কোরবানির পশুর চামড়া মজুদ করে পরিবেশ দূষণ করায় তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
১৭ জুলাই, রবিবার দুপুরে বোয়ালখালী পৌরসভার হাজির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এ নির্দেশ দেন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, হাজির হাটের ইকবাল পার্ক পাঠাগার মাঠে অপরিকল্পিতভাবে কোরবানির পশুর চামড়া মজুদ করায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণ হচ্ছিল এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জনদুর্ভোগ নিরসন ও জনস্বাস্থ্য রক্ষায় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয় বলে জানান ইউএনও।