বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর ৩৫তম বার্ষিক ওরশ শরিফ মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের মহাসমারোহে অনুষ্টিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মজিআ)।
এদিকে দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত
জনতার জিকির, জেয়ারত, দুরূদ শরিফ পাঠ, সেমা মাহফিল ও অশ্রুসিক্ত ফরিয়াদে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) রওজা প্রাঙ্গণে দেখা যায়। মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মন্জিল, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও মহানগর সহ বিভিন্ন জেলা-উপজেলা শাখার উদ্যোগে ওরশ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
ওরশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজার সম্মুখে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সামা মাহফিলের আয়োজনসহ ৮দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। এর মধ্যে উপদেশমূলক দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, আইনশৃঙ্খলার কর্মসূচীও রয়েছে।
ওরশের প্রধান দিবসের আলোচনায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মধ্যপ্রাচ্যে আক্রান্ত প্যালেস্টাইনে আক্রমণের শিকার হওয়া অসংখ্য মানুষ, শিশু মানবসন্তানসহ সকল মজলুমের মুক্তি কামনা, সকল জালেমের পতন ও হেদায়েত কামনা করেছেন। এছাড়া বাংলাদেশে ডেঙ্গু ও কোভিডসহ বিভিন্ন রোগে আক্রান্ত সকলের জন্য ক্ষমা ও মুক্তি কামনা করে রব্বুল আলামীনের দরবার ফরিয়াদ করে মোনাজাত করেন।