আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বাড়িতে যাওয়ার নাম করে শ্যালকের বাইক নিয়ে উধাও দুলাভাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৫ জুলাই ২০২২ ১২:৪৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বাড়িতে যাওয়ার নাম করে শ্যালকের বাইক নিয়ে উধাও মামাতো বোনের স্বামী মোহাম্মদ সাহেদ (২৫)। এ ধরনের একটি অভিযোগ এনে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালক মোহাম্মদ রাশেদ (২১) রাঙ্গুনিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার সকাল ১০টায় মরিয়ম নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোহাম্মদ সাহেদ হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চরের হাকিম মিস্ত্রী বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে।

ভুক্তভোগী মোহাম্মদ রাশেদ বলেন, সকালে বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার পর মামাতো বোনের স্বামী সাহেদ নিবন্ধন কার্ড আনতে বাড়ি যাবেন বলে আমার কাছ থেকে বাইকটি (Yamaha r15 v3) নিয়ে যান।

এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। বাইক কোথায় জানতে চেয়ে ফেসবুকে বার্তা পাঠালে উত্তরে সাহেদ জানান, তার বিভিন্ন জায়গায় ধারদেনা আছে, তাই বাধ্য হয়ে বাইকটি বিক্রি করে দিয়েছেন। কোথায়, কার কাছে বিক্রি করেছেন তা জানতে চাইলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

রাশেদ আরও বলেন, দুলাভাই মোহাম্মদ সাহেদের সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই। হঠাৎ বাইকটি চাওয়া তাকে দিয়েছি। পরে বাধ্য হয়ে রাঙ্গুনিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

মামাতো বোন এ বিষয়ে জানেন কিনা জানতে চাইলে রাশেদ বলেন, মামাতো বোনকে দুলাভাই সাহেদ আর কোনোদিন বাড়িতে ফিরবেন না বলে জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, দুলাভাই শ্যালকের বাইক চুরি করেছে এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

 



সবচেয়ে জনপ্রিয়