আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে জেএসএস এর ৫ জনকে হত্যার দাবী কেএনএফ -এর

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ ১১:০০:০০ অপরাহ্ন | জাতীয়

বান্দরবানে নবগঠিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র হামলায় জেএসএস এর পাঁচ সন্ত্রাসী নিহতের দাবী করেছে সংগঠনটির পক্ষ থেকে। কেএনএফ এর তথ্য, প্রকাশনা ও ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এর পক্ষ থেকে লে. কর্ণেল সলোমন সোমবার রাতে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে।

উক্ত বিজ্ঞপ্তিতে সংগঠনটির মুখপাত্র লে. কর্ণেল সলোমন বলেন,রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়া এবং তংমক পাড়ার মাঝখানে অবস্থিত  এলাকায় একটি ক্যাম্পে জেএসএস (সন্তু লারমা) এর সশস্ত্র গ্রুপের ৫ সদস্য অস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার ভোরে  কেএনএফ এর হেড-হান্টার টীমের সুপ্রশিক্ষিত কমান্ডো বাহিনী তাদের উপর শসস্ত্র অভিযান পরিচালনা করে। এই অভিযানে কেএনএফ এর কমান্ডোরা জেএসএস এর পাঁচ সদস্যকে হত্যা করে এবং বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এসময় কেএনএফ কমান্ডোরা তাদের ক্যাম্প ধ্বংস করে দেয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-বুলেট- ১০০টি,গাদাবন্দুক-৩ টি,কার্তুজ (দেশী)- ২ টি,মোবাইল- ৪ টি,ওয়াকিটকি- ৪ টি,ধারালো ছুরি ৫টি,পাওয়ার ব্যাঙ্ক ১০ টি,রেকস্যাক- ৫ টি, সামরিক পোশাক- ৫ টি।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান,জেএসএস সন্ত্রাসীরা দীর্ঘ বৎসর ধরে ঐসব এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে নিরীহ জনগণকে (তথা বাঙ্গালি, মারমা, খিয়াং ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীকে) হত্যা,চাঁদা আদায়,অপহরনসহ বিভিন্ন ভাবে হুমকি-ধমকি নিরীহ জনগনকে নির্যাতন চালিয়ে আসছিল 

 যা নিরীহ জনগণ এবং সরকারের বিরাট ক্ষতি হতে পারতো।

 এব্যপারে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান,রুমা উপজেলার পাইন্দু এলাকায় সন্ত্রাসী গোষ্ঠি দুগ্রুপের মধ্যে গোলা গুলির খবর স্থানীয়দের মারফত খবর পেয়েছি। ঘটনাস্থল অতি দুর্গমের কারনে পুলিশ পৌছতে সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে গেলে আসল ঘটনা জানা যাবে।