আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১

বান্দরবানে জমে উঠেছে নাইট মিনিবার স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট-২৪

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১ এপ্রিল ২০২৪ ০৫:৫৪:০০ অপরাহ্ন | খেলাধুলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে  চলছে নাইট মিনিবার স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। রবিবার (৩১ মার্চ) টুর্নামান্টের ৬ষ্ঠ দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান জেলার নবনিযুক্ত সদস্য সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল)। বান্দরবান স্পোর্টিং ক্লাবের সভাপতি বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কৃতি ফুটবলার সার্জেন্ট আব্দুল জব্বার চৌধুরী। এছাড়াও টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

৬ষ্ঠ দিনের প্রথম খেলায় বান্দরবান জেলা কারাগার ১-০ গোলে রাজার মাঠ বি.টি.স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে।অপর খেলায় বান্দরবান এর স্থানীয় জাদিতং যুব সংঘ কে পাইজা স্পোর্টিং ক্লাব,চট্রগ্রাম ১-০ গোলে পরাজিত করে।এসময় অংশগ্রহনকারী সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সমাজ গড়তে হলে ক্রীড়ার বিকল্প আর কিছু নাই। স্মার্ট বান্দরবানের জন্য একটি স্মার্ট ক্রীড়াঙ্গন প্রয়োজন। আগামীর স্মার্ট প্রজন্মকে ক্রীড়ামুখী রাখতে হলে এই ধরনের আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।এসময় তিনি,টুর্নামেন্ট এর আয়োজক বান্দরবান স্পোর্টিং ক্লাবের সংশ্লিষ্ট সকলকে এমন দর্শকনন্দিত একটি টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানান। পরে দুইটি খেলায় নির্বাচিত দুই খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ সম্মাননা স্মারক তুলে দেন লুৎফুর রহমান (উজ্জ্বল)।বান্দরবান স্পোর্টিং ক্লাব সুত্রে জানা যায় টুর্নামেন্টে ২৬টি দল ১ম পর্বের খেলায় নকআউট পদ্ধতিতে অংশগ্রহন করছে। বিপুলসংখ্যক দর্শক নন্দিত এই ফুটবল টুর্নামেন্ট এর প্রতিটি খেলায় স্মার্ট-বান্দরবান স্মার্ট ক্রীড়াঙ্গন শীর্ষক ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরষ্কার স্পন্সর করছে বান্দরবান এর প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।