৩১ অক্টোবর বিকেলে বলিরহাটের কর্ণফুলী নদীর পাশে রাকিবুল ইসলাম রিকাতের পরিকল্পিত হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খাজা রোড এলাকার সর্বস্তরের জনসাধারনের ব্যানারে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর বহদ্দারহাট মোড়ে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় নিহত রিফাতের নির্মমভাবে হত্যা কান্ডের সাথে জড়িত পলাতক ও আটক হওয়া সকল আসামীদের ফাঁসির দাবী জানান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সংগঠক মোঃ রাজু বাদশা, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল আলম শহিদ, টিটু, সাইফুল, সোহেল, ইসমাইল, সৈয়দ, ইমন, পারভেস আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রায়হান, মোঃ আরাফাত, সোহাগ, হৃদয়, হামিদ, ফাহিম, মারুফ, রিপন, আহাদ, হাসান প্রমূখ এ ঘটনায় নিহতের পিতা মো. শরীফ বাদী হয়ে মামলা দায়ের করার পর গত মঙ্গলবার (১ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকা থেকে হত্যা কান্ডের সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছোরা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চান্দগাঁও থানার ফুরিক্যার দোকান এলাকার মো. শফির ছেলে মো. গোলাম কাদের প্রকাশ হৃদয় (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১) তথ্যমতে, এই হত্যাকান্ডের পরিকল্পনার সাথে জড়িতরা হলো- সাকিব ও হৃদয় এবং তাদের সহযোগী আরমান, আরজু, হানিফ সহ আরো কয়েকজন। রাকিবুল ইসলাম রিকাত ওয়াছিয়া আহমদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র। টিকটকে নারীঘটিত ত্রিভুজ প্রেমের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়ে তাকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করা হয়।