গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, বাঁশখালী প্রধান সড়ক দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। একই সাথে বাঁশখালীর অভ্যন্তরীণ সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। গতকাল (৪ ফেব্রুয়ারী) রবিবার বিকেলে বাঁশখালী পরিদর্শনে এসে সড়ক ও সেতু সচিব এবিএম আমিন উল্লাহ উপরোক্ত কথা বলেন।
বাঁশখালী উপজেলা পরিষদের হলরুমে সড়ক ও সেতু সচিবের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর এমপি মুজিবুর রহমান সিআইপি, সাবেক সচিব হাবিবুল কবির চৌধুরী দুলু, ওসি তোফায়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান রশিদ আহমদ, চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল, চেয়ারম্যান ইবনে আমিন, চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, কাউন্সিলর রুজি প্রমুখ।
এর আগে সচিবকে বাঁশখালীতে স্বাগত জানান ইউএনও জেসমিন আক্তার ও ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা। সন্ধ্যায় সচিব বাঁশখালী ত্যাগ করেন।