আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে স্বর্ণ টাকা চুরির করায় খুন-১ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৯:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির করায় বেধড়ক মারধর করে মোঃ ওসমান (২০) নামে একজন খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনা দুইজন গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ড মঞ্জুর বর বাড়ী

এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

নিহত মোঃ ওসমান (২০) ওই এলাকার মোঃ হারুন এর পুত্র।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ নিহতে বড় ভাই মোঃ রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মোঃ মাহমুদুল্লাহ।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মোঃ ওসমান নামে এই ছেলেটি তার চাচা শহিদুল ইসলামের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়, পরে তাকে চাচাসহ ধরে জিজ্ঞেসা করার একপর্যায়ে চোরাইকৃত স্বর্ণ ও টাকা নিয়ে ফিরিয়ে দিলেও ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে, এতে একপর্যায়ে অপমান সহ্য করতে না পারায় তার ভাইও তাকে মারধর করে। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে কে বা কারা মারধর করছে সেটা জানিনা, মারধর করে রাতের আঁধারে বাড়ির পার্শ্ববর্তী ফেলে যায়, দেখতে পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে আমি আর আমার ছেলে মোঃ মানিকসহ হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে।

এসময় নিহতের মা রাবেয়া আরও বলেন, আমার একজন ছেলেকে মেরে ফেলেছে আরেক ছেলে মোঃ মানিককে পুলিশ গ্রেফতার করে ফেলেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।