বাঁশখালীতে বজ্রপাতে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ সজীব উদ্দিন (২১)। তিনি বাহারছড়া ইউনিয়নের মোঃ ফজল কাদের এর ৪র্থ পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,
মঙ্গলবার রাতে বাঁশখালীতে ধমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে বাড়িতে ফেরার জন্য মাইজপাড়াস্থ স্থানীয় দোকান থেকে বেরিয়ে পরে।আসার পথে হঠাৎ বজ্রপাত হলে বাড়িতে প্রবেশের এক মিনিটেরও কম দূরত্বের পথে সে আহত হয়ে রাস্তায় পড়ে যায়। এতে পরনের পোশাক পুড়ে গিয়ে তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল থেকেই তাকে উদ্ধার করে গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মোঃ সজীব উদ্দিন চট্টগ্রামস্থ আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের ইন্টারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে এবার ইদ উল আযহার ছুটিতে বাড়িতে এসেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।