ফটিকছড়ির শফিকীয়া দরবার শরীফে আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে ১৭ থেকে ১৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ২২তম বার্ষিক সভা উপলক্ষে প্রবাসীদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং হয়েছে। ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে শফিকীয়া দরবার শরীফে মাওলানা মুহাম্মদ হাবীব আহম্মদ মুনিরীর সভাপতিত্ত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন শাহাজাদা আলহাজ্ব মুহাম্মদ সালাউদ্দীন কাদের চৌধুরী। সংগঠনের যুগ্ম সচিব তৌহিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মহা সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, মাষ্টার মুহাম্মদ আমান উল্লাহ, কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম, আলহাজ্ব নাছির উদ্দীন, মুহাম্মদ জাফর উল্লাহসহ আরো অনেকে। এ সময় মাষ্টার মুহাম্মদ আবদুল মান্নান, দুবাই প্রবাসী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আমেরিকা প্রবাসী গিয়াস উদ্দীন, ওমান প্রবাসী কাজী রহিম উদ্দীন, দুবাই প্রবাসী কামাল উদ্দীন, সারজাহ প্রবাসী মুহাম্মদ বাবর, আবুধাবী প্রবাসী মুহাম্মদ বাহাদুর,ওমান প্রবাসী আল আমিন, যুব কমিটির দেশের ও প্রবাস থেকে আগত নেতৃবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন উত্তর চট্টগ্রামের সর্ববৃহত রাঙ্গামাটিয়া দরবার শরীফে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ও মায়ানমার থেকে ওলমায়ে কেরামগন অংশ গ্রহন করে থাকেন। এতো বড় অয়োজন প্রতি বছর সু-শৃঙ্খল ভাবে সকলের আন্তরীক সহযোগিতায় সম্পন্ন হয়। আশা করি এবার ও সে ভাবে সম্পন্ন হবে। মতবিনিময় সভা শেষে সভার সভাপতি সকল উম্মাহর সূখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।