আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ি ডক্টরস এসোসিয়েশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ৩১ অগাস্ট ২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতের ফ্রী চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে ফটিকছড়ি ডক্টরস এসোসিয়েশন। শনিবার(৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্প চিকিৎসা সেবা প্রদান করে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক। এদিন বন্যাদুর্গত প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি।

 

এদিকে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. আরেফিন আজিম। এ সময় তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষজন পানিবাহিত রোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন প্রশংসনীয়, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমরাও তাদের সহযোগিতা করছি। এর আগে তিনি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন ও ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

"আসুন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়" প্রতিপাদ্য নিয়ে করা ফ্রী হেলথ ও ওষুধ বিতরণ কার্যক্রমে বিশেষজ্ঞ  ছিলেন ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. রাশেদুল আলম রাসেল, ডা. মুহাম্মদ জয়নাল আবেদীন মুহুরী, ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম, ডা. মুহাম্মদ নেজাম উদ্দিন,  ডা. মোঃ রাসেল, ডা. তামান্না তাবাস্সুম জেসি, ডা. প্রীতি বড়ুয়া, ডা. শেখ কাউচার মাহমুদ, ডা. ফয়সাল হিরু। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মোঃ সাইফুল ইসলাম নাঈম, ডা. মোঃ রিয়াজ, ডা. সোরেন ধর ইমু, ডা. সৈকত।