আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ি উত্তর উপজেলা উন্নিতকরনে গণশুনানী

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২১ ডিসেম্বর ২০২২ ০৩:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির ৫টি ইউনিয়ন নিয়ে 'ফটিকছড়ি উত্তর' উপজেলা গঠনকল্পে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার বাগান বাজার ইউপির চিকনছড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি। শতশত এলাকাবাসীর উপস্থিতিতে মাষ্টার ওলী উল্লাহ চৌধুরী ও খালেদ মাহমুদ সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহবায়ক ওসমান গনি মজুমদার, চট্টগ্রাম স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক কবির হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, আব্দুল মজিদ মাষ্টার, মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ মাষ্টার, এডভোকেট রাসেল আহম্মদ, আব্দুল মালেক মাষ্টার প্রমূখ। এসময় বক্তারা হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়নের মধ্যবর্তি স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের অভিমত ব্যক্ত করেন।