স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অংশ্রগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ১০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সমিতির কার্যালয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সভাপতি এড. মীর মো: ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন, খোরশেদ আহমদ চৌধুরী,আব্দুল মন্নান, খোরশেদ আহমদ চৌধুরী,নাজমুল করিম, এনামুল হক, ডা.আরিফ সাদিক চৌধুরী,বাবলা কুমার দে, উপ-সহকারী পরিদর্শক আব্দুল মান্নান, জাহাঙ্গীর সওদাগর, সমিতির ব্যবস্থাপক মো. আইয়ুব আলী প্রমুখ।
জানা যায়, পানি ব্যবস্থাপনা কমিটির ২,২০০ সদস্য রয়েছে। সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। সংগঠন পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।