আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ফটিকছড়ির হাইদচকিয়া স্কুল ৯৪ ব্যাচের মিলনমেলা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মেতে উঠি আনন্দে ফিরে যাই শৈশবে। ‘আমরা ছিলাম, আছি, থাকবো’ এ প্রাতিপাদ্য নিয়ে দীর্ঘ ২৯ বছরের পুরনো সহপাঠীদের নিয়ে গেট টুগেদারে মিলিত হয়েছে ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীট হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।

জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে গত শুক্রবার চট্টগ্রামের অভিজাত হোটেল এম্ব্রোশিয়ার হল রুমে এ মিলনমেলার আয়োজন করা হয়। এদিন দুপুর ২টায় দীর্ঘ তিন দশক পূর্বের বন্ধুরা একত্রিত হয়ে ভোজনে অংশ নেন। পরে সবাই মিলে বিশাল আকারের কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করে। এসময় স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরে হাসি-ঠাট্টা ও আড্ডায় মেতে উঠেন ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।

এ যেন বয়সের ভার ভেঙে সবাই শৈশব-কৈশোরে ফিরে গেছেন। দীর্ঘ ২৯ বছর পর স্কুল বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিকালে কুপন ড্র, নাচ ও গানের মধ্যদিয়ে শেষ হয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪-ব্যাচের প্রাণবন্ত এই মিলনমেলা।