আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

ফটিকছড়ির অবহেলিত মাইজভান্ডার-বিনাজুরী সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০৪:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির অবহেলিত মাইজভান্ডার-বিনাজুরী সড়কের সম্প্রসারণ ও কার্পেটিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। ১৭ ডিসেম্বর (শনিবার) সকালে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ১১শ মিটার দৈর্ঘ্যের এই সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ উপলক্ষে নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজমের সভাপতিত্বে ও ইউ.পি সদস্য তৌহিদুল আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পিআইও আবুল হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান সোয়াইব আল সালেহিন, জিয়াউদ্দিন জিয়া প্রমূখ। এসময় উদ্ভোধনী বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। সারা দেশের ন্যায় ফটিকছড়িতেও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। ফেনী জেলার চেয়ে বড় ফটিকছড়ি উপজেলা ৫ হাজার কোটি টাকার বেশি উন্নয়ন হলেও তা সমালোচকদের চোখে পড়ছেনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সড়কে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠনে সার্বিক সহযোগিতা কামনা করেন।