২৫ বছর ধরে পালিয়ে থাকা সৎ মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বেলাল হোসেন গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব।শনিবার চট্টগ্রাম নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের পুত্র।
জানা যায়, নিহত রহিমা বেগমের স্বামী আমিনুর রহমান বাদী হয়ে খুনি বেলালকে আসামী করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করে।দীর্ঘ আইনি পক্রিয়া শেষে ২০২২ সালের ১৭ আগস্ট অতিরিক্ত দায়রা জজ আবু হান্নানের আদালতে আসামী বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
র্যাব-৭ এর মিডিয়া উইং মোঃ নুরুল আবছার জানান, ১৯৯৭ সালে সৎ মাকে হত্যার দায়ে আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গত শনিবার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আসামি বেলাল প্রায় ২৫ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারের পর তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।