আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের অফিস উদ্ভোধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের পৌরসভা কার্যালয় উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা সদর বিবিরহাটের ২নং রোডে এ অনুষ্ঠান হয়।

 

 

সংগঠনের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন।

 

 

অপূর্ব বড়ুয়া সেফুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভদন্ত বিজয়ানন্দ থের, রিটন বড়ুয়া, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, নান্টু বড়ুয়া, পবিত্র বড়ুয়া, অশীম চাকমা, প্রকৌশলী তাপস বড়ুয়া, শিক্ষক দুলাল বড়ুয়া, লায়ন প্রশান্ত বড়ুয়া, আশীস কান্তি বড়ুয়া, শ্যামল বড়ুয়া প্রমুখ।

 

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং আব্দুল্লাহপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি নির্মাণের জন্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।