আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে মাসুদ হত্যা/ মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষীর বাড়ীতে হামলা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ১০:৫৮:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রবাসী মাসুদ হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী স্বাক্ষী জয়নাল আবেদীনের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। জয়নাল উপজেলার বালুটিলা এলাকার শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের ছোট ভাই। তবে হামলার সময় জয়নাল ঘরে না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনার পর এলাকায় চরম আতংক বিরাজ করছে। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের ছোট ভাইয়ের বাড়ীতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারবো। এদিকে জয়নালের বাড়ী মনে করে যে বাড়ীতে হামলা চালানো হয়েছে সেটি মূলত বিপ্লবের আরেক ছোট ভাই ইব্রাহিমের। তিনিও মাসুদ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। গত ৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে শিল্পপতি বিপ্লবের ভাই ইব্রাহিমের বসত ঘরের দরজা জানালা ভাংচুর করে দুষ্কৃতকারীরা। হামলার সময় বসত ঘরের সামনের দুইটি দরজা ও কাচের জানালা ভেঙ্গে ফেলা হয়। হামলা ও ভাংচুরের বিকট শব্দে বাড়ীর লোকজনের ঘুম ভেঙ্গে যায়। পরে মসজিদের মাইকে হামলার খবর প্রচার হলে মুহুর্তের মধ্যে শতশত মানুষ তাদের বাড়ির সামনে জড়ো হয়। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্লবের ছোট ভাই ইব্রাহিম। এ বিষয়ে বিপ্লবের ছোট ভাই ইব্রাহিম বলেন, ভাঙ্গচুরের আওয়াজ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে বাইরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করি। দরজা খোলার শব্দ পেয়ে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এদিকে এ ঘটনার পর আতংকিত হয়ে পড়েছে বিপ্লবের পুরো পরিবার। এই ঘটনায় ইব্রাহিম দাবী করেন, ভাঙ্গচুরের ঘটনায় তার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।