আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
হিন্দু জাগো পরিষদ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা

ফটিকছড়িতে প্রতিবাদে মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১০ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি কাঞ্চননগরের সমাজবিরোধী গোষ্টির সদস্য বিধান ভট্টাচার্য কর্তৃক হিন্দু জাগো পরিষদের সাধারন সম্পাদক, সমাজহিতৈষী বাসব কুমার দেব ও টিকলু দেবের বিরুদ্ধে মানহানি ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে কাঞ্চননগরের তেমুহনি বাজারে জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডা. রঞ্জিত বরণ দাস এর সভাপতিত্বে এই প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাঞ্চনাথ মন্দিরের সহ অর্থ সম্পাদক বাবু কান্তি দে'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাত মদিরের সাধারণ সম্পাদক ডাঃ রঞ্জিত বরণ দাশ, সহ সভাপতি জগদিস মহাজন, বৈরাগি ঠাকুর মন্দিরের সভাপতি ডাঃ মৃদুল মহাজন, কাঞ্চনাথ মন্দিরের সহ সভাপতি দীলিপ দে, আশীষ মহাজন, মিলন দে, হিন্দু জাগো পরিষদের সিনিয়র সহ সভাপতি বিকাশ দে, সহ সভাপতি বিপ্লব সিকদার, চন্দন দে, সাংগঠনিক সম্পাদক রাজিব নাথ, শিল্পী দে প্রমুখ। এ সময় মানবন্ধনে এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে মানহানি ও হয়রানির উদ্দেশ্য দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার দাবী এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরোও কঠোর আন্দোলন দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।