ফটিকছড়িতে মুন্নী আকতার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের রাবিয়া আলী ভবনের ৩য় তলার শয়নকক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। মুন্নী পৌর এলাকার কুম্ভারপাড়ার মাওলানা নুরুল ইসলাম বাড়ীর জনৈক ইয়াছিনের স্ত্রী।
জানা যায়, কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মেয়ে মুন্নীকে ৬ মাস পুর্বে বিয়ে করে ইয়াছিন। বিয়ের পর তারা নাজিরহাট হসপিটাল রাস্তার মাথা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন পূর্ব থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়াবিবাদ হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে ফের ঝগড়াবিবাদ হলে এক পর্যায়ে মুন্নী নিজের শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। পরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সারাশব্দ না পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশে এসে লাশ নিচে নামিয়ে আনে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মো: শাহজাহান বলেন, এটি ছিল মুন্নীর দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো বলে জেনেছি। হয়তো সেই কারণে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
জানাতে চাইলে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।