আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ফটিকছড়িতে গাউসিয়া কমিটির বিশাল জসনে জুলুস

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সঃ) কে স্বাগত জানিয়ে বিবিরহাট সদরে জশনে জুলুসের এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে মাওলানা আবু তাহের আলকাদেরী’র সভাপত্বিতে, মাওলানা মাছউদ কাদেরী ও মাস্টার ওসমান খাঁর যৌথ সঞ্চালনায় র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া 

কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, শায়খ হাসান আল আযহারি। এতে বক্তব্য রাখেন, আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাসেম, উপাধ্যক্ষ আল্লামা তৈয়্যব খান আলকাদেরী। 

এতে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল করিম, আলহাজ্ব জহুর কোম্পানী, মাওলানা ফিরোজ আলম রেজভি, আলহাজ্ব লিয়াকত আলি খোকন, আলহাজ্ব মুহাম্মদ হাবিবুল ইসলাম ভুইয়া, আলহাজ্ব আবদুল মন্নান, সাহাব উদ্দিন বাপ্পু, মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ছরোয়ার উদ্দিন চৌধুরী, মাওলানা সৈয়্যদুল হক সৈয়্যদ, মাওলানা সাইফুল ইসলাম নেজামিসহ ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল হতে আগত হাজার হাজার নবি প্রেমিক মুসলমান।

 

বিবিরহাট ডাক-বাংলো থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহনে মোটর বাইক শো-ডাউন, ব্যানার ফেস্টুনে সুসজ্জিত র‌্যালীটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।