আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

ফটিকছড়িতে এমপি হতে চান তিন রাজনৈতিক দলের প্রধান

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ০৬:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে তিনটি রাজনৈতিক দলের প্রধান নেতা এমপি পদে লড়তে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে বৈধতাও পেয়েছেন। তারা হলেন, ২০০৮ সালের ৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, ৩৫ নম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, সদ্য নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। এ তিন প্রার্থীই সুন্নী মতাদর্শী। এদের মধ্যে সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী সম্পর্কে চাচা-ভাতিজা। 

 

নির্বাচন কমিশনের ৩৫ নম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির নির্বাচনী প্রতীক 'মোমবাতি'। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন পঠিয়ার সন্তান চট্টগ্রাম নগরীর বাসিন্দা মাওলানা এম এ মতিন। তিনি নিজ এলাকা চট্টগ্রাম-১২ (পঠিয়া) আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে প্রতিদন্ধীতা করেন। এবার চট্টগ্রাম-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন। মাওলানা এম এ মতিন বলেন, আমরা এককভাবে নির্বাচন করছি। ফটিকছড়ি ও পটিয়া থেকে এককভাবে নির্বাচনে প্রার্থী হয়েছি। ফটিকছড়িতে আমাদের রয়েছে বিশাল ভোট ব্যাংক। ইসলামী ফ্রন্টের বিশাল কর্মী বাহিনীও রয়েছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে ফটিকছড়ির জনগণ আমাকে জয়ী করবে বলে আশা করি।'

 

নির্বাচন কমিশনে সবশেষ নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির নিবন্ধন নম্বর ৪৯। নির্বাচনী প্রতীক 'একতারা'। কেন্দ্রীয় কার্যালয় ঢাকার মিরপুরে। দলটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মাইজভান্ডার দরবারের আওলাদ শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারি। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তার প্রতিক ছিল 'মোমবাতি'। গুঞ্জন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তার সমজোতা হয়েছে। তিনিও গোপনে নৌকা প্রতিক চাচ্ছেন। সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, 'আমরা এককভাবে নির্বাচন করছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।'

 

বাংলাদেশ তরিকত ফেডারেশন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক। শরিক দল হিসেবে সৈয়দ নজিবুল বশর ভাণ্ডারী গেল দুবার নৌকা মার্কায় নির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছেন। এবারও তিনি নৌকা পাওয়ার আশায় রয়েছেন। তবে এবার আসনটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আবারও ১৪ দলীয় জোটের সমর্থন প্রত্যাশা করছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন, 'আমরা জোটে আছি। জোটের বাইরে কোনো হিসাব নেই। জোট আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জোটের বাইরে কোনো কথা নেই।'

 

এদিকে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)  আসনের নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে। বিগত দুই নির্বাচনে নৌকা প্রতিকে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার ভান্ডারীর গলার কাটা হয়েছেন পদত্যাগী উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। চেয়ারম্যান আবু তৈয়ব আওয়ামী লীগের নেতা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাংসদ আলহাজ্ব রফিকুল আনোয়ারের কন্যা সংরক্ষিত মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি। যদি জোটের হিসাব মেলাতে সনির নৌকার বৈটা ভান্ডারীর হাতে যায় তাহলেও আবু তৈয়ব টেনশনের কারণ হবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেষ দিন পর্যন্ত আবু তৈয়ব নির্বাচনে দাঁড়িয়ে থাকলে তিনিই হবেন আগামীর সংসদ সদস্য।