লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে ক্ষতি সাধনের অপরাধে এক ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে ফটিকছড়ির হারুয়ালছড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম।
সূত্র জানায়, হারুয়ালছড়ি ইউনিয়নের নাজিরহাট কাজিরহাট সড়কের পাশে লাইসেন্স বিহীন পরিচালিত হচ্ছিল এফ বি নামক ইটভাটা। সম্প্রতি এই ইটভাটার মাঠি কাটার সময় নাজিরহাট কাজিরহাট সড়কের ব্যাপক ক্ষতি সাধন হয়। এই সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের খবর পেয়ে স্থানীয় সরকার বিভাগ(এলজিইডি) এবং উপজেলা প্রসাশনের একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করেন। সর্বশেষ গতকাল সোমবার ফটিকছড়ি সহকারী কমিশনার(ভূমি) সরেজমিনে উপস্থিত হয়ে
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এফ.বি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। এসময় অভিযানে ভুজপুর থানা পুলিশ সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।