আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদণ্ড!

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ মে ২০২৩ ১০:১৮:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. আরফাত (২০) ও মো. শাহজাহান (১৯ ) নামে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মে) দুপুর ১ টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা কুলালপাড়া করোনাবাজারের পাশে এ অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি. এম কামরুল ইসলাম। এসময় ভুজপুর থানা পুলিশ ও নারায়ণহাট ভূমি অফিসের তফসীলদার ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি. এম কামরুল ইসলাম জানান, বঙ্গবন্ধু হেরিটেজ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর তলদেশ থেকে নদীর পাড় বা বাঁধের ক্ষতি করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। তারা তাদের অপরাধের কথা স্বীকার করায় এসময় মোবাইল কোর্ট আরাফাতকে ৬ মাস ও শাহজাহানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।