আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লোহাগাড়া আ'লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : শনিবার ৪ জুন ২০২২ ০৭:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল  লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের  বটতলী মোটর স্টেশন হতে  সিটিজেন পার্ক সামনে পদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েরর সামনে শেষ হয়। মিছিল শেষে বিশাল প্রতিবাদ সমাবেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালা উদ্দীন হীরুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক সুজন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কাসেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মাস্টার মোহাম্মদ,মিয়া, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ চৌধুরী মামুন, হারুনুর রশিদ রাসু, সাবেক ছাত্রনেতা শাহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি সম্রাট প্রমূখ।

এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।