আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পেনিনসুলায় ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জুন ২০২২ ০৮:৫৭:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

দ্য পেনিনসুলা চিটাগাং সবসময়ই দেশি এবং আন্তর্জাতিক নানা বৈচিত্র্যময় খাবার ঐতিহ্যের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে আসছে। রন্ধনশিল্পে তাদের সৃজনশীলতা সর্বদা খাবারে অনন্য স্বাদ নিয়ে আসে।

এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করেছে ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক শেফ দ্বারা তৈরি পাস্তা থেকে পিৎজা, স্প্যাগেটি বোলোগনিজ থেকে লাজানিয়া, রিসোটো এবং আরও অনেক লোভনীয় খাবারের হাতছানি দিচ্ছে লেগুনা রেস্টুরেন্টটি।  

বিশেষ এ ফুড ফেস্ট দেশি-বিদেশি অতিথিদের কাছে আন্তর্জাতিক ফুড কালচারের সঙ্গে পরিচিত করার পাশাপাশি মুখরোচক ব্যতিক্রমী স্বাদের অভিজ্ঞতা দিচ্ছে। জনপ্রতি বুফে ডিনার ৩ হাজার টাকা। এছাড়া নির্ধারিত ব্যাংকের কার্ড ব্যবহার করে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন অতিথিরা।

ফুড ব্লগার ও মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুন) রাতে বিশেষ এই ইতালিয়ান ফুড ফেস্টিভ্যালটি উদ্বোধন করা হয়েছে।

৭ দিন ব্যাপী এ উৎসব চলবে ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত ফোনে (০১৭৫৫৫৫৪৫৫১, ০১৭৫৫৫৫৪৬১৭) জানা যাবে।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়