মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারী সকাল ১০টায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আলমের সভাপতিত্বে অধ্যাপক জিএম ইয়াছিন ও সিনিয়র শিক্ষক মোঃ রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান, সদস্য সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন,সদস্য আবু জাফর, সদস্য ব্যবসায়ী মোঃ আমান উল্লাহ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক জান্নাত আরা বেগম, সিনিয়র শিক্ষক মাওলানা আনছার।অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন-সিনিয়র শিক্ষক মাওলানা তমিজ উদ্দিন।