কক্সবাজার উত্তর বনবিভাগের পৃথক অভিযানে অবৈধ করাতকল উচ্ছেদ ও ২৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
এ সময় কাঠ পরিবহনে নিয়োজিত মিনি ২টি পিকআপ জব্দ করেছে অভিযানকারীরা।
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক (সদর) ড. প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে ২৪ জানুয়ারি কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ও একদল বনকর্মীর সহযোগিতায় পিএমখালীর তেতৈয়া ও চকরিয়ার ইসলাম নগরে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ সরঞ্জামাদি বন বিভাগের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বনের কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।