আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৫:০০ অপরাহ্ন | জাতীয়

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার এই সভার দিন ধার্য ছিল।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্টর) দুপুরে খাগড়াছড়ির ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দীন সই করা এক চিঠিতে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। 

 

 

এতে বলা হয়েছে, ‌ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামীকালের সভা স্থগিত করা হলো। সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতাল ও কমিশনের অন্য সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সভার তারিখ জানানো হবে।’

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও সাত দফা দাবিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল চলছে। আজ সকাল থেকে হরতাল শুরু হয়। 

 

সভা স্থগিতের সিদ্ধান্ত হওয়ায় হরতাল প্রত্যাহার করা হবে কি-না জানতে চাইলে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের বলেন, ‌‘সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। দুপুরের পর সভা করে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।’