আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পটিয়া আইনজীবি সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন

পটিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পটিয়া আইনজীবি সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ অভিষেক অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

সমিতির নব নির্বাচিত সভাপতি এ কে এম শাহ্জাহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবা আজমিরী মিষ্টি। 

অনুষ্ঠানে সমিতির নব নির্বাচিত অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মুহিন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ. এস. এম. বদরুল আনোয়ার,পটিয়া যুগ্ম জেলা ও দায়রাা জজ আব্দুল কাদের, পটিয়া ১ম সিনিয়র সহকারী জজ হেলাল উদ্দিন, পটিয়া ২য় সিনিয়র সহকারী জজ হাসান জামান,  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযুদ্ধা আবুল হাসেম। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট বদিউল আলম,অ্যাডভোকেট জিতেন্দ্র লাল দত্ত, দীপক কুমার শীল, অজিত কুমার দে, অ্যাডভোকেট রণজিৎ কুমার, অ্যাডভোকেট পিন্টু কুমার প্রমুখ।