স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় মিরসরাইয়ে ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট ডিজিটাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
অভিযানে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ আরিফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনার আলোকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত ৭টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এসময় নিবন্ধন কাগজ না থাকায় বারইয়ারহাট বাজারে অবস্থিত জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট বাজারে অবস্থিত করেরহাট ডিজিটাল ল্যাবের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। অভিযান নিয়মিত চলবে বলে জানান এই কর্মকর্তা।