আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১

নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমান এর পদত্যাগ দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৮:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির ঐতিহ্যবাহী কওমী শিক্ষাঙ্গন আল জামিয়াতুল আরবি নসিরুল ইসলাম(নাজিরহাট বড় মাদ্রাসার)মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীর পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

 

মঙ্গলবার(১ অক্টোবর)সকালে নাজিরহাট বড় মাদ্রাসার সামনে শত শত এলাকাবাসী এ মানববন্ধন অংশ নেন। এতে বক্তব্য রাখেন, মৌলানা গোলাম রাব্বানী ইসলামাবাদী, মৌলানা ইউচুপ আনসারী, ইসমাইল চৌধুরী, বিএনপি নেতা মুনসুর চৌধুরী, নাসিরউদ্দিন, সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, হাছান কবির, মো. সোলাইমানসহ অনেকে। 

 

এসময় বক্তারা বলেন, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমান কাসেমী একজন অযোগ্য পরিচালক। তিনি অসৎ ব্যক্তি, মিথ্যাবাদী ও স্বার্থান্বেষী।তার বিরুদ্ধে রয়েছে অনৈতিক কর্মকান্ডসহ অসংখ্য অভিযোগ। তিনি ইফতা বিভাগের ছাত্রদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা করে মাদ্রাসায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়াও প্রশাসন কর্তৃক মাদ্রাসা দশদিনের বন্ধ ঘোষণা করলেও এখনো অনেক ছাত্র হল ত্যাগ করে যায়নি। অবিলম্বে তাদের মাদ্রাসা ছাড়তে হবে।

 

বক্তারা বলেন,  মাদ্রাসার ইফতা বিভাগ বন্ধ করে দিতে হবে। অন্যতায় এলাকাবাসী নাজিরহাট বড় মাদ্রাসার বর্তমান পরিচালনা পরিষদের বিরুদ্ধে চরম আন্দোলন গড়ে তুলবে। আমাদের এ দাবী যদি মেনে না নেওয়া হয় তাহলে মাদ্রাসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাবে। এসময় বক্তারা শূরা কমিটির হস্তক্ষেপ কামনা করেন।