আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তজুড়ে এই গরম, এই ঠান্ডা

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | জাতীয়

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে দৌছড়ি পযর্ন্ত প্রায় ৫২ কিলোমিটার সীমানা এরিয়া রয়েছে,উক্ত এলাকার সীমান্ত পিলার দিয়ে দুই,চারদিন পরপর হটাৎ করে বিভিন্ন প্রকার গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ মিয়ানমারের অভ্যন্তর থেকে নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদের বিভিন্ন জায়গা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে মানুষের মাঝে। বিগত ৭৮দিন পযর্ন্ত মিয়ানমারের ভিতরে চলে আসা সেনাবাহিনী এবং আরকান আর্মির সঙ্গে তাদের অভ্যন্তরীন দ্বন্দ্বে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ এখনো চলছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়। সম্প্রতি মিয়ানমার আন্তর্জাতিকভাবে প্রচলিত আইনের তোয়াক্কা না করে তাদের যুদ্ধ হেলিকপ্টার,যুদ্ধ বিমান, আর্টিলারি মটারশেল,একে ৪৭ রাইফেলের গুলি,নাইক্ষ্যংছড়ির কয়েকটি সীমান্ত এরিয়া ক্রস করে বাংলাদেশের ভিতরে এসে পড়ে,এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এসব কিছুর কারনে সীমান্তের অতি নিকটবর্তী মানুষের মাঝে আতঙ্ক এখনো বিদ্যমান রয়েছে জামছড়ির রহমান বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে ভয় কিছুটা কেটে যায়,কিন্তু আবার নতুন করে ফোটাফুটির আওয়াজ শুরু হলে ভয়ে কাটে সময়, মনে হয় মিয়ানমারের গোলা এই বুঝি মাথার উপর পড়বে? তমব্রুর ইউপি সদস্য আলম বলেন, আল্লাহ্ কাছে চাওয়া আমরা যারা সীমান্তে বসবাসরত আছি, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের হেফাজত করেন,দ্রত বন্ধ হোক গোলাগুলির শব্দ। ব্যাবসায়ী সরোয়ার জানান মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত সীমান্ত পিলার ৩৪,৩৫ দিয়ে মিয়ানমার থেকে কোন বিস্ফোরণের আওয়াজ তমব্রু এলাকায় আসেনি। দৌছড়ি ইউনিয়নের সীমান্তের কাছাকাছি থাকা মৎস্য চাষী মোঃ কামাল বলেন, আমাদের সীমানা পিলারের সব জায়গা শান্ত রয়েছে,তবে লোকজন বলাবলি করতে শুনেছি,মিয়ানমারের কিছু ভিতরে লোকজনের অনাগুনা রয়েছে।