নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্তের ঘুমধুম থেকে শুরু করে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পর্যন্ত কিছুক্ষণ পরপর মায়ানমার এবং আরকান আর্মির মধ্যে তাদের অভ্যন্তরীণ সংঘর্ষ চলছে।
সুত্রে জানা গেছে সকাল নয়টা থেকে তমব্রু সীমান্ত পিলার থেকে মায়ানমারের ওপার থেকে বিকট শব্দ করে ১১টি বিস্ফোরণ হয়।
অপর দিকে সদর ইউনিয়নের জামছড়ির স্থায়ী বাসিন্দা আব্দুর রহমান বলেন ৮টা ৩০মিনিটের সময় তাদের সীমান্ত পিলার নং ৪৫দিয়ে,মায়ানমারের ভিতর থেকে প্রচন্ড গতির ভারী অস্ত্রের আওয়াজ শুনতে পান ৭বার,তিনি সহ গ্রামের সব মানুষ আতঙ্কবোধ করছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
কথা হয় দক্ষিণ চাকঢালার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দীনের সঙ্গে তিনি জানান স্কুল চলাকালীন সময় থেকে শেষ হওয়া পর্যন্ত মোট ১০বার সীমান্তের ওপার থেকে ভেসে আসা আওয়াজ তিনি শুনেছেন,তার বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের মাঝেও কিছুটা আতঙ্ক কাজ করছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন,সীমান্তের লোকমুখে তিনি শুনেছেন সীমান্তের বিকট শব্দের ঘটনা গুলো।