আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ৬ হাজার ১শত ১২ পিচ ইয়াবাস টমটম ড্রাইভার আটক

মোঃইফসান খান ইমন: | প্রকাশের সময় : বুধবার ১৮ মে ২০২২ ১২:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ হাজার ১শত ১২ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম মোঃ আনিছুর রহমান (৩১) সে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার ফকির আহাম্মদ ছেলে। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানা'র একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। নাইক্ষংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে জেল হজতে প্রেরণ করা হয়েছে।