আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষংছড়ি মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ১ উপজাতী আহত

আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান | প্রকাশের সময় : শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৭:০০ অপরাহ্ন | জাতীয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুম ইউনিয়নের   মায়ানমার সীমান্তে তুমব্রু হেড়ম্যান পাড়ার  ১৬ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক দুপুর-১টা ৩০ মিনিটের   সময়  সীমান্ত পিলার ৩৫ এর বিপরীতে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ০২(দুই) জন বাংলাদেশী উপজাতি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে গমন করলে মাইন বিস্ফোরণে ০১(এক) জন গুরত্বর আহত হয়। আহত ব্যক্তিকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয়পাড়া বাসী বাবু তংচংগ্য সাথে কথা বলে জানা যায় 

আহত ব্যক্তির নাম 

অন্ন্যথাইন তঞ্চঙ্গ্যা(২২), পিতা- অংকেথাইন তঞ্চঙ্গ্যা চাকমা, সাং- তুমব্রু হেডম্যানপাড়া, ৩নং ওয়ার্ডের বাসিন্দা।  এবিষযে নাইক্ষ্যংছড়ি থানার  ওসি টানটু সাহা প্রতিবেদক কে জানান এই রকম সংবাদ এখনো পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।