প্রতিবারের মত ইংরেজী নববর্ষের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হাটহাজারীর শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকদের হাত থেকে নতুন বই নিতে অপেক্ষায় ছিলেন তারা। শীতের সকালে অপেক্ষার পর হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত তারা। হাটহাজারীতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম সকালে বই বিতরণ উদ্বোধন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন তিনি। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলমসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলায় মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারী ১শ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ লক্ষ ও প্রাক প্রাথমিক, প্রাথমিকের প্রায় ৩শ শিক্ষাপ্রতিষ্ঠানে এক লক্ষের বেশী নতুন বই বিতরণ করা হচ্ছে। তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।