দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসত নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শেখ হাসিনার ভিষণ বাস্তবায়নের জন্য গ্রাম হবে শহর। উন্নয়ন কর্মকাণ্ড যথাযথ বন্টন করে উন্নয়নের ধারা অবাযহত রাখতে ঈগল মার্কা প্রতীকে লোহাগাড়ায় ভোট ভিক্ষা চাইলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম.এ মোতালেব সিআইপি।
২৩ ডিসেম্বর রাতে লোহাগাড়ার আধুনগরে দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে নির্বচনি পথসভায় বক্তব্য প্রদানকালে আব্দুল মোতালেব সিআইপি ভোটারদের কাছে এ আহবান জানান।
আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ'র সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, ওমর ফারুক, রিদওয়ানুল হক রুবেল প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সদস্য জাহিদুল কবির সুমন, আধুনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, জয়নুল আবেদীন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন-ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।