আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

দোহাজারীর আশপাশে টোকেনে থ্রি হুইলার চলার অনুমতি চায় ব্যবসায়ী নেতারা

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : রবিবার ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১১:২৬:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার বাণিজ্যিক উপশহর খ্যাত নবনির্বাচিত দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮ টায় মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক এড. সাদ্দাম হোসেন নীরবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী, সত্ত্বাধিকারী- হাজারী শপিং সেন্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ যে কোনো ব্যবসায়ি প্রতিষ্ঠানে পণ্য থাকলে ও ব্যবহার ভালো হলে ক্রেতা অনেক দূর থেকে এসে পণ্য ক্রয় করবে। ব্যবসায়িদের আন্তরিকতা বা টান না থাকে বা ঝগড়াঝাটি করে তাহলে সে প্রতিষ্ঠান প্রাণ পায় না। যার কারণে অনেক ভাড়াটিয়া ব্যবসা না করে বিদেশ চলে যাচ্ছে চাকরি করার জন্য। দোহাজারী বাজার অনেক প্রাচীনতম একটি বাজার। এ বাজারের ঐতিহ্য আগের তুলনায় অনেকটা হারিয়ে গেছে। তাই বাজারের ওই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রেতা সাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। পণ্যের মান বাড়াতে হবে এবং ন্যায্য মূল্য থাকতে হবে। সবকিছু মিলিয়ে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করলে এমনিতেই দোহাজারী বাজার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে আলহাজ্ব লোকমান হাকিম বলেন- দোহাজারী বাজারটি একসময় অনেক ঝাকঝমক ছিলো। অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করতো। সরকার মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করায়, করোনা মহামারিতে লকডাউনে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখায় এবং সর্বোপরি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে মহাসড়কে ৪ লাইন রাস্তা বাস্তবায়নে অনেক দোকান ভেঙ্গে ফেলাসহ বিভিন্ন কারণে আগের তুলনায় এখন আর দোহাজারী বাজারটি সে ঝাকজমকপূর্ণ নেই। তাই আমার বিশ্বাস ব্যবসায়ীদের ঐক্য ফোরামের মাধ্যমে মহাসড়কে লাইসেন্স ও ফিটনেস বিহীন পিকআপ চললেও টোকেনের মাধ্যমে থ্রি হুইলার চলাচলের অনুমতি নিতে পারলে দোহাজারী বাজার আবারো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। এ কমিটিতে যাঁরা আছেন তারা যদি সম্মিলিত ভাবে উন্নয়ন মূলক কাজ করেন কিংবা একটু নতুনত্ব সৃষ্টি করেন- তাহলে দোহাজারী বাজার আবার আগের রূপে ফিরে আসবে। একই সাথে এ এলাকা থেকে প্রশাসনের সহযোগিতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করে আমরা দোহাজারী বাজারকে নতুন রূপে গড়ে তুলবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন মনোজ কান্তি সিংহ হাজারী, অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, সত্ত্বাধিকারী- হাজারী শপিং সেন্টার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, কমান্ডার- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক এম. এ রাজ্জাক রাজ, সাংবাদিক নাছির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক মুহিম বাদশা, মোঃ বিল্লাল হোসেন, ইনচার্জ-দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নূর মোহাম্মদ, আমিনুর রশিদ, গত কমিটির অসুস্থ সাবেক সাধারণ সম্পাদক জিন্নাত আলী রানার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম, মো. ওসমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি এসএম মুছা, সিনিয়র সহ-সভাপতি এমএ হারুন, দপ্তর সম্পাদক দিলদার হোসেন, হাজারী টাওয়ারের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, কবি ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় দোহাজারী বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিতিতে নব নির্বাচিত ২১ জন সদস্যকে অভিনন্দন পত্র হিসেবে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ পূর্বক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরুর মুখে মুখে শপথ বাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সর্বোপরি রাত সাড়ে ১১ টায় রাতের খাবার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।